ছোটবেলায় পত্রিকার “ভূয়া ডাক্তারের নির্মম কৃর্তি”, ‘ভূয়া ডাক্তার করেন ড্রিল মেশিন দিয়ে সার্জারি’, ’পেটের ভেতর কাঁচি রেখেই সেলাই’, ”সরকারি হাসপাতালে ’ওয়ার্ডবয়’ ক্লিনিকের বিশেষজ্ঞ ডাক্তার” এ রকম সব শিরোনাম পড়ে খুব দূঃখ পেতাম। আবেগ-বিবেকের তাড়ানায় চোখের জলও ঝড়েছে অনেক! ভেবেছি, ডাক্তারির মত এমন মহান পেশা নিয়ে যারা জালিয়াতি করে এরা কি মানূষ না কসাই?! কখনো ভাবতেও পারিনি এই ঘৃণ্য-জঘণ্য কসাইদের হাতে কোন একদিন আমাকেও পড়তে হবে! কেননা, আমার বাবাই ছিলেন একজন ঔষধ বিক্রেতা! অন্তত, ডাক্তার আর হাসপাতাল সম্পর্কে ত উনি বেশ জানেন, এমন ধারণা নিয়েই বেড়ে উঠা!
কিন্ত আমার এ সমস্ত ধারণা কোন কাজেই দেয়নি যখন বাবা আমাকে নিয়ে একের পর এক ডাক্তারদের দ্বারে ধরণা ধরতে লাগলেন আর তারা যাচ্ছেতাই ঔষধ খাইয়ে দিনে দিনে আমাকে মৃ্ত্যুর দিকে ঠেলে দিচ্ছিল!
আমার অবস্থা যখন একেবারেই বেগতিক তখন ভাগ্যক্রমেই একজন ভালো ডাক্তারের সন্ধান মিলল! তিনি পূর্বের সব কাগজ-পত্র দেখে বল্লেন ‘আপনার ছেলে যে বেঁচে আছে্ এই বেশি! ওর শরীরে এমন কিছু ঔষধ প্রবেশ করানো হয়েছে যা ওর রোগের সাথে যায় না বরং বিপরীত!’
আসলেই ত, আমি বেঁচে আছি এ আমার পরম সৌভাগ্য! তবে একটা ব্যাপারে আমার ধারনাও সঠিক বলে প্রমানিত হল, ‘ভূয়া ডাক্তাররা আসলেই মানূষ না! এমনকি কসাইও না, ওরা হায়েনা!!’
হয়ত ভাগ্যক্রমে আজ আমি বেঁচেই গেছি কিন্ত আমরা সবাই কিভাবে বাঁচতে পারি তাই নিয়ে মাথার চিন্তাটা যায়নি! এভাবেই আমার হটাৎ একদিন মনে হল, যদি সত্যিকারের চিকিৎসা বিজ্ঞানে সনদপ্রাপ্ত সব ডাক্তারদের একটা তালিকা তৈরী করা যায় তাহলে ত ভূয়া ডাক্তার থেকে সাবধান থাকা সহজতর হয়ে উঠবে!!
বিশ্ব যে এখন হাতের মুঠোয় তার কারণ, তথ্য-প্রযুক্তি! প্রয়োজনে ইদানিং প্রায় সকলেই কম-বেশি ইন্টারনেট ব্যবহার করেন! তাই, যদি একটা ওয়েব সাইট তৈরী করা যায় যেখানে সনদপ্রাপ্ত সকল ডাক্তারদের নাম, ঠিকানা, চেম্বার, সময় ইত্যাদি দেয়া থাকবে! তাহলে, মানূষ একটু হলেও সচেতন ও নিরাপদ থাকতে পারবে!
মানূষ আর হায়েনা পাশাপাশি থাকতে পারে না! হয়ত তাকে তাড়াতে হবে নয়ত একদিন নিজেকেই পরাজয়ের সাথে আপন পৃথিবী ছাড়তে হবে! তাই, বাঁচতে হলে জানতে হবেই!
আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমাদের সাইটের একটা ডাক্তারও ভুযা নন! কিভাবে বুঝবেন আপনার পাশের ডাক্তার কি সত্যিকারের সার্টিফিকেট পাওয়া ডাক্তার না হাতুরে(ভূয়া) ডাক্তার? ____প্রকৃত প্রত্যেক ডাক্তারকে এক একটা করে রেজিষ্টেশন নাম্বার দেয়া হয় যার দ্বারা তাকে বিচার করা যায়! তিনি কি অবৈধ নাকি বৈধ? আপনারা অবশ্যই চিকিৎসার পূর্বে ডাক্তারের রেজিষ্ট্রেশন নাম্বারটা দেখে নিবেন!
বিঃদ্রঃ ভুলবেন না, তথ্য আপনার অধিকার! আপনার নিরবতা ভূয়া ডাক্তারদের সাহসকে বাড়িয়ে দেয়!