Emergency Help! +8801749 01 54 57

কেন এই প্রতিষ্ঠানটি শুরু করলাম?

আমাদের দেশের এখনও ৪০ শতাংশ অসুস্থ মানূষ একজন এম বি বি এস ডাক্তার দেখার পূর্বেই মৃত্যবরণ করেন! এর পেছনে প্রধান যে কারণ তা হল, ডাক্তারদের সম্পর্কে ধারনা না থাকা! তার চেয়েও বড় কারণ, ভূয়া ডাক্তার কর্তৃক চিকিৎসা গ্রহণ করা! এই সমস্যার সমাধান আমাদের একার পক্ষে অসম্ভব ! তদুপরি, যাতে মানূষ ডাক্তার ও হাসপাতাল সম্পর্কে কিছুটা জানতে পারে এবং সচেতন থাকতে পারে তাই এই প্রয়াস


আমাদের সংক্ষিপ্ত বর্ননাঃ

Full Name : → Admitdoctors.Com
Country Of Origin : → Dhaka ,Bangladesh
Year Of Establishment : → 7th August,2013
Founder : → Sharif Ahmed Limon, Md. Nazrul Islam
Number Of Countries Served : → Bangladesh (Initially)

আমাদের লক্ষ্যসমূহঃ

  • ২০১৬ সালের মধ্যে ঢাকা শহরের সকল সরকারী, বেসরকারী হাসপতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের তথ্য ডাটাবেজ এ আপলোড করা
    (To organize the information of all governmental and private hospitals, diagnostic centres and other health facility providing organization of Dhaka city into the database by 2016.)

  • ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের সকল সরকারী বিশ্ববিদ্যালয় সমূহে admitdoctors.com এর ডিজিটাল রক্তদান কর্মসূচী চালু করা। (To initiate digital blood donation program of admitdoctors.com in the all public University of Bangladesh by 2017.)

  • ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সকল স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের তথ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরী করা। (To ready a full and completed database of all the health related organization of Bangladesh by 2017.)

  • ডাক্তরদের রেজিস্টেশন নম্বর ব্যবহার করণে উৎসাহিত করা এবং এ সংক্রান্ত কর্মসূচী জোরদার করা। (Encourage doctors to use registration number and arrange a strong and effective campaign to establish this program.)

আমাদের কাজের ক্ষেত্রসমূহ:

  • বিনামূল্যে ভ্রাম্যমান রক্তদাতাদের তথ্য প্রদান (Provide the information of blood donors in free)

  • দক্ষ ডাক্তরদের চেম্বারের ঠিকানা , ফোন নম্বর ইত্যাদি সরবরাহ করা। (Provide phone number and address of efficient doctors.)

  • হাসপতাল, ডায়াগনস্টিক সেন্টারসমূহের ঠিকানা, ফোন, অবস্থান ইত্যাদি বিস্তারিত সরবরাহ করা। (Provide the phone number and address of hospital and diagnostic centre)

  • জরুরী এ্যাম্বুলেন্স্ সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের ফোন নম্বর ও বিস্তারিত তথ্য প্রদান করা। (Provide Phone number of emergency ambulance service)

  • এবং স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ তথ্যাদি সরবরাহ করা। (Provide general information of general health issue)